বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে স্মরণ সভা,সাংস্কৃতিক ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত

বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে ২৮ নভেম্বর রোজ বৃহস্পতিবার সকাল ১১ টায় চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার  স্বাধীনতা যুদ্ধে শহীদের স্বরণে নির্মিত ঐতিহ্যবাহী নাসিরকোট শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের আয়োজনে অত্র কলেজে  স্মরণ সভা ও সাংস্কৃতিক ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।

নাসিরকোট শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) জনাব মোঃ আরশাদ উল্যাহ এর  সভাপতিত্বে এবং অত্র কলেজের সহকারী শিক্ষক ও গ্রন্থাকার জনাব মোঃ মাহবুবুল আলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। সাংস্কৃতি অনুষ্ঠানের অংশ হিসেবে শিক্ষার্থীরা ইসলামী গান, গজল, হামদ ও নামদ পরিবেশন করে। অনুষ্ঠানে গুরুত্বপুর্ণ বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের জ্যেষ্ট প্রভাষক জনাব মোঃ আইয়ূব আবেদীন চৌধুরী। অত্র কলেজের বাংলা বিভাগের প্রভাষক জনাব মোঃ সুফী আহমেদ দোয়া ও মোনাজাত অনুষ্ঠানটি পরিচালনা করেন এবং সভাপতি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।