মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন।

ঐতিহ্যবাহী নাসিরকোট শহীদ স্মৃতি ডিগ্রি কলেজে অমর ২১ শে ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিসব যথাযথ মর্যাদায় উদযাপিত হয়। অত্র কলেজের শিক্ষক ও ছাত্রছাত্রী কলেজের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি সমাধীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে। অতপর শিক্ষার্থীসহ শিক্ষকগণ খালি পায়ে প্রভাতফেরিতে অংশগ্রহণ করে। প্রভাতফেরির র‍্যালি শেষ করে ১৯৫২ সালে যারা বাংলা ভাষার জন্য নিজেদের জীবন উতসর্গ করেছেন এবং ১৯৭১ সালের বীর শহীদদের অবদান নিয়ে আলোচনা সভার আয়োজন করে। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন বাংলা বিভাগের প্রভাষক জনাব ফরিদা ইয়াছমিন । সর্বশেষে ইসলাম শিক্ষা বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক জনাব মোতাহের হোসন পাটোয়ারি মোনাজাত অনুষ্ঠান পরিচালনা করেন।